‘ফেরাউন’ কোন নির্দিষ্ট বাদশাহের নাম নহে। নীল নদ উপত্যকা ও আলেকজান্দ্রিয়ার শাসকগণকে ফেরাউন বলা হইত। দ্বিতীয় রামেসিস নামক ফেরাউনের রাজত্ব কালে হযরত মূসা (আঃ) জন্মগ্রহণ করেন। এই দ্বিতীয় রামেসিসের পুত্র দ্বিতীয় মেরেন্প্তাহের রাজত্ব কালে মূসা বনী ইসরাঈলগণ সহ মিশর ত্যাগ করেন। দ্বিতীয় রামেসিসকে বলা হয় অত্যাচারী ফেরাউন এবং তাহার পুত্র মেরেন্প্তাহ্কে বলা হয় বনী ইসরাঈলের মিশর ত্যাগকালীন ফেরাউন (এনসাইক্লো-বিবিকা এবং পিকের বাইবেল ব্যাখ্যা)।