আইউব (আঃ) বাইবেলের ইয়োব কিতাবের প্রধান ব্যক্তিত্ব ছিলেন। তাঁহাকে উষ্ণ অঞ্চলের বাসিন্দা বলিয়া বাইবেলে উল্লেখ আছে। কোন কোন নির্ভরযোগ্য বিশেষজ্ঞের মতে ইহা ইদুমেয়া বা আরবিয়া ডেজার্টা অর্থাৎ আরব মরুভূমি এবং অন্যেরা তাঁহার জন্মস্থান মেসোপটমিয়া বলিয়া নির্দেশ করে। ইহাতে স্পষ্ট প্রতীয়মান হয় যে, আরবের উত্তরাঞ্চলের কোন স্থানে উযূ অবস্থিত ছিল। কথিত আছে যে, ইহুদীজাতির মিশর পরিত্যাগের পূর্বে আইউব সেখানে বাস করিতেন। অতএব, তিনি হযরত মূসা (আঃ)-এর পূর্বেই সেখানে ছিলেন, অথবা কাহারো মতে তিনি মূসা (আঃ)-এর স্বদেশবাসী ছিলেন, এবং তাঁহার কুড়ি (২০) বৎসর পূর্বে নবুওয়াতের মিশন প্রাপ্ত হইয়াছিলেন। তিনি ইসরাঈলী ছিলেন না, তবে ইসরাঈল-এর বড় ভাই এসাউ (Esau)-এর বংশজাত ছিলেন। আল্লাহ্তা’লা কর্তৃক বিভিন্নভাবে পরীক্ষিত বহু বৈচিত্রময় জীবন ছিল তাঁহার, কিন্তু চরম দুঃখ ও বিপর্যয়ের মুখেও ধৈর্যশীল, সহিষ্ণু, সৎ এবং পরম বিশ্বস্ততার প্রমাণ দিয়াছিলেন তিনি। মানুষের সম্মতিপটে আজ পর্যন্ত তিনি ধৈর্যশীলতার পরমোৎকর্ষের আদর্শরূপে জীবন্ত আছেন। (যিউ এনসাইক ও এনসাইক অব ইসলাম)।