এই আয়াতে একজন পৌত্তলিকের তুলনা করা হইয়াছে এক বিক্ষিপ্তচিত্ত মানুষের অবস্থার সংগে, যাহার অনুসরণ করার মত নির্দিষ্ট কোন পথ নাই। কিন্তু একজন মো’মেনের জীবনের উদ্দেশ্য রহিয়াছে, এক নির্দিষ্ট গন্তব্যস্থল রহিয়াছে। সে সর্বদা গভীর বিশ্বাসের সঙ্গে এক এবং অদ্বিতীয় আল্লাহ্র নিকট প্রার্থনা করে এবং সে কোথাও কিংকর্তব্যবিমূঢ় মূর্তিপূজারীর ন্যায় বিপথগামী হয় না।