৮৫৯

“ঊর্ধ্ব দেশ হইতে শাস্তি” এর মর্ম দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা, ঝড়-ঝঞ্জা, দুর্বলের উপর সবলের অত্যাচার, মানসিক যন্ত্রণা ইত্যাদি। এবং “পদতল হইতে শাস্তি”-এর মর্ম হইতেছে রোগ-ব্যাধি, মহামারী, অধীনস্থ প্রজাকুলের বিদ্রোহ ইত্যাদি। আরও রহিয়াছে বিরোধ, মতানৈক্য, বিভেদ এবং বিচ্ছেদ প্রভৃতির শাস্তি, যেসব কোন কোন সময়ে গৃহযুদ্ধে পরিণত হয়। ইহাই ইশারা করা হইয়াছে “তোমাদের কতককে কতকের আক্রমণের স্বাদ গ্রহণ করান” এই শব্দগুলির মধ্যে।