৮৪৬

এই আয়াত নির্দেশ করিতেছে যে, এমনকি পাখীরা এবং পিপীলিকার মত প্রাণীরাও আবহাওয়ার পরিবর্তনে বুঝিতে পারে যে, ঝড় আসন্ন এবং কুকুরের মত পশুরাও তাহাদের মনিবের আদেশ বুঝিতে পারে। কিন্তু নির্বোধ অবিশ্বাসীরা দেওয়ালের লিখন দেখিতে পারে না এবং তাহারা বুঝিতে পারে না যে, নবী আকরাম (সাঃ)-কে প্রত্যাখ্যান করিয়া তাহারা আল্লাহ্‌তা’লার অসন্তুষ্টি ডাকিয়া আনিতেছে। তাহাদিগকে সতর্ক করা হইতেছে যে, তাহাদের সমস্ত কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হইয়াছে এবং অবশ্যই তাহাদিগকে জবাব দিতে হইবে। এই আয়াত আরও দুই প্রকার মানুষের প্রতি ইংগিত করিতেছেঃ-(ক) যাহারা পশুর ন্যায় কেবল দুনিয়ার প্রতি আকৃষ্ট এবং জীবন-ভর তাহারা দৈহিক কামনা বাসনাকে পরিতৃপ্ত করিতে মগ্ন, (খ) পাখীর ন্যায় যাহারা আধ্যাত্মিক মর্গে উড্ডয়ন করিতে থাকে৷ উচ্চ মোকামের আধ্যাত্মিক ব্যক্তিগণকে কুরআনে (৩ঃ৫০) পাখীর সহিত তুলনা করা হইয়াছে।