৮৪১

হযরত রসূলে করীম (সাঃ) মানবীয় দয়া-মায়ায় ভরপুর ছিলেন। কাফেরগণ তাঁহার সম্পর্কে কি বলিত, সেই বিষয়ে তিনি মোটেই বিচলিত হইতেন না। অবিশ্বাসীরা তাহার উপর মিথ্যা আরোপ করিত, তিনি সেজন্য ব্যথিত হইতেন না, বরং তিনি বেদনাহত ছিলেন এই জন্য যে, তাহারা আল্লাহ্‌তা’লার নিদর্শনকে প্রত্যখ্যান করিয়া নিজেদের প্রতি ঐশী-করুণার দ্বার রুদ্ধ করিয়া দিয়াছিল।