৮৩৫

তৃতীয় প্রকারের প্রমাণ বা সাক্ষ্য মানবীয় যুক্তি-ভিত্তিক। প্রত্যেক সাধু বা সৎ ব্যক্তি স্বীকার করিবেন যে, কোন মানুষ যদি আল্লাহ্‌তা’লার সাথে কথা বলিবার দাবী করে এবং তাঁহার বিরুদ্ধে মিথ্যা আরোপ করে, সে কেবল তাহার জীবনকে অকৃতকার্যতার মধ্যেই বিনাশ করে। অপর পক্ষে, যাহারা আল্লাহ্‌তা’লার প্রেরিত পুরুষ বা নবীর বিরোধিতা করে তাহারা কখনও উন্নতি করিতে পারে না এবং নতুন ধর্মের প্রতিবন্ধকতা বা গতিরোধ করার জন্য তাহাদের সকল প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হইয়া থাকে।