৮৩৪

আল্লাহ্‌তা’লার কোন নবী (এবং ইমানের সঙ্গে সম্পৃক্ত যে কোন বিষয়) তাঁহার দাবীর শুরুতেই পূর্ণ স্বীকৃতি লাভ করে না। তাঁহার উপরে বিশ্বাস আনয়ন বা তাঁহার স্বীকৃতি দেওয়া হয় যেমন এক পিতা বিশ্বাসের উপর নির্ভর করিয়া তাহার পুত্রের পুত্রত্বের স্বীকৃতি দেয়— অদৃশ্য অবস্থার উপরেই সদা বিশ্বাসের ভিত্তি সৃচিত হয়।