৮২৮

আকাশ ও পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সবই আল্লাহ্‌তা’লার মালিকানাধীন, ঈমানের শত্রুও তাঁহারই মালিকানাধীন। আল্লাহ্‌র পক্ষে তো দুরের কথা, কোন মানুষও তাহার নিজের শিল্পকর্ম ধ্বংস করিয়া দেওয়া পসন্দ করে না। আল্লাহ্ করুণাময় এবং তিনি অবিশ্বাসীদিগকে অবকাশ দিয়া থাকেন যেন তাহারা অনুশোচনা করে এবং তাহাদের করুণা প্রদর্শন করা যায়।