৮২১

আল্লাহ্‌তা’লার জ্ঞান ও শক্তির অতিশয় গুরুত্বপূর্ণ প্রমাণ হইতেছে, তাহার ভবিষ্যদ্বাণীসমূহ যাহা তিনি তাঁহার নবী-রসূলগণের নিকট প্রকাশ করিয়া থাকেন এবং ইহাদের মাধ্যমে প্রবল বাধা-বিপত্তির মোকাবিলাতে তাহাদের প্রতি তাঁহার অপ্রতিহত ও অসাধারণ সাহায্য এবং সমর্থন জানাইয়া থাকেন। এই সকল বিষয়কেই মোজেযা ও নিদর্শন বলা হয়।