এই আয়াতটি সূরা মায়েদার যথার্থ পরিসমাপ্তি। কেননা এই সূরাতে খৃষ্টানদের ভ্রান্তিগুলিকে অতি পরিষ্কার ও কার্যকরীভাবে তুলিয়া ধরা হইয়াছে এবং তাহাদের বিশ্বাসগুলিকে সম্পূর্ণ অসার প্রতিপন্ন করা হইয়াছে। এই আয়াতে পরোক্ষভাবে এই কথাও ঘোষণা করা হইয়াছে যে, খৃষ্টান জাতিগণের জাগতিক চাকচিক্য ও প্রতিপত্তির দিনগুলি স্থায়ী হইবে না। আল্লাহ্র রাজ্য অবশেষে তাহাদের হাত হইতে ছিনাইয়া নেওয়া হইবে এবং তাঁহার দৃষ্টিতে যাহারা অধিকতর যোগ্য, তাহাদের হাতে ন্যাস্ত করা হইবে।