৮০৩

নবীগণের উত্তর হইতে বুঝা যায় যে, আল্লাহ্‌তা’লা কোন সংবাদ বা জ্ঞান লাভের জন্য প্রশ্ন করেন নাই। বরং অবিশ্বাসীদের বিরুদ্ধে নবীদের সাক্ষ্য গ্রহণই আল্লাহ্‌তা’লার আসল উদ্দেশ্য। ৪ঃ৪২ হইতেও তাহা সস্পষ্ট বুঝা যায়।