‘আওলায়ান’ শব্দটি প্রথম দুই সাক্ষী সম্বন্ধে ব্যবহৃত হইয়াছে। কেননা সত্যিকারভাবে সাক্ষ্য দিবার জন্য তাহারাই বেশী উপযোগী ছিলেন—এই কারণে যে মৃতব্যক্তির মৃত্যুকালে তাহারা উপস্থিত ছিলেন এবং তাহাদের উপস্থিতিতে মৃতব্যক্তি ‘উইল’ (ওসীয়্যত) করিয়াছিলেন এবং তাহাদের কাছেই মাল-সম্পদ আমানত রাখা হইয়াছিল, যাহাতে উত্তরাধিকারীগণের কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। অপর দুই সাক্ষী মৃতব্যক্তির উত্তরাধিকারীদের মধ্য হইতে হওয়া উচিত।