৭৯৬

ইসলামী শরীয়তের তিনটি ভিত্তি রহিয়াছেঃ (১) কুরআনে অবতীর্ণ আইন, (২) রসূলে পাক (সাঃ)-এর সুন্নাহ্ বা জীবনের কার্যধারা এবং (৩) আদেশ, নির্দেশ ও উপদেশ-মালা, যাহা নবী করীম (সাঃ)-এর সহীহ্ হাদীসে বর্ণিত হইয়াছে। মানুষের মৌলিক সমস্যাগুলির সমাধান উপরোক্ত মূল তিনটি ভিত্তির উপর রচিত আইনের মধ্যেই পাওয়া যায়। কিন্তু ছোট-খাটো বিস্তারিত বিবরণাদি ও খুঁটিনাটি বিষয়াদি, মৌলিক আইনের আলোকে যাচাই করিয়া নির্ধারিত করার ভার মানুষের বিবেক-বুদ্ধির উপর ছাড়িয়া দেওয়া হইয়াছে। ঐসব খুঁটিনাটির কথাই আয়াতে বলা হইয়াছে।