৭৯৪

মুসলমানদের উন্নতি ও অগ্রগতির চিহ্ন স্বরূপ কা’বার হজ্জকে আল্লাহ্ মনোনীত করিয়াছেন। যতদিন পর্যন্ত তাহারা হজ্জব্রত পালন করিয়া চলিবে, ততদিন আল্লাহ্‌তা’লার অনুগ্রহ তাহাদের উপর বর্ষিত হইবে। হজ্জ মানুষের জাগতিক জীবিকারও একটি প্রকৃষ্ট উপায়। লাখ-লাখ মুসলমান প্রতি বৎসর কা’বায় হজ্জ করিতে আসেন। ইহা মক্কাবাসীদের জীবিকা অর্জনের একটি বড় সম্বল। কিন্তু এই প্রতিশ্রুতি কেবল মক্কাবাসীদের জন্যই সীমাবদ্ধ নহে,বরং বিশ্বমানবের কল্যাণও এই প্রতিশ্রুতির আওতায় রাখা হইয়াছে। কিয়াম দ্বারা ইহাও বুঝায় যে, এই শিক্ষা (নির্দেশ) চিরস্থায়ী, কখনও অবসান হইবার নহে।