এই আয়াতে দুইটি আবশ্যকীয় নীতি বর্ণিত হইয়াছেঃ (১) এই জগতের বস্তুগুলি যেহেতু মানুষের উপকার ও ব্যবহারের জন্য সৃষ্টি করা হইয়াছে, সেই জন্য সাধারণতঃ ইহারাও পরিষ্কার; নিষিদ্ধ জিনিষগুলি কেবল ব্যতিক্রম মাত্র, (২) পবিত্র ও বিশুদ্ধ খাদ্যবস্তুগুলি মানুষের নৈতিক গুণাবলীর উপর সু-প্রভাব ছড়ায়, অপবিত্র ও অপরিষ্কার খাদ্যবস্তু তেমনি মন্দ প্রভাব বিস্তার করে। আয়াতটিতে আধ্যাত্মিক উন্নতির তিনটি স্তরও বর্ণিত হইয়ছেঃ প্রথম স্তরে মো’মেন আল্লাহ্তা’লাকে ভয় করে, বিশ্বাস করে ও সৎকাজ করে; দ্বিতীয় পর্যায়ে, মো’মেনগণ ভয় করে ও বিশ্বাস করে বটে,তবে এই স্তরে, তাহার বিশ্বাস এত দৃঢ় হয় যে, সৎকাজ তাহার ঈমানের অঙ্গ হইয়া যায়। তৃতীয় স্তরে তাহারা আল্লাহ্কে এমনি ভাবে ভয় করে ও মানবের উপকার করে যেন তাহারা আল্লাহ্কে দেখে।