সমসাময়িক জ্ঞানী-গুণী খৃষ্টানদের কথা এখানে বলা হইলেও, এই আয়াতটি নাজ্জাশীর উপরে বিশেষভাবে প্রয়োগ করা যায়। আবিসিনীয়ায় আশ্রয় নিবার জন্য গমনকারী মুসলমানদের মুখপাত্র রসূলে করীম (সাঃ)-এর চাচাত ভাই জাফর (রাঃ) যখন সূরা মরিয়মের প্রথম আয়াতগুলি নাজ্জাশীকে পাঠ করিয়া শুনাইলেন, তখন নাজ্জাশীর চিবুক বাহিয়া অশ্রু গড়াইতে লাগিল এবং তিনি আবেগ-জনিত কণ্ঠে বলিতে লাগিলেন, ঈসা (আঃ) সম্বন্ধে তাহার বিশ্বাসও ঠিক অনুরূপ। তিনি ঈসা (আঃ)-কে ইহার চাইতে তিল পরিমাণেও কিছু বেশী মনে করেন না (হিশাম)।