ঈস্রাঈলী নবীদের মধ্যে, দাউদ (আঃ) ও ঈসা (আঃ) ইহুদীদের হাতে সর্বাপেক্ষা বেশী নির্যাতীত হইয়াছিলেন। ঈসা (আঃ)-এর প্রতি তাহাদের অত্যাচার এমন চরম পর্যায় পৌঁছিয়াছিল যে, তাহারা তাঁহাকে ক্রুশে পর্যন্ত লটকাইয়াছিল। দাউদ (আঃ)-কে তাহারা কত বীভৎস যন্ত্রণা দিয়াছিল, তাহা দাউদ (আঃ)-এর বেদনা ভারাক্রান্ত, মর্মস্পর্শী গীতিমালাতে বিধৃত রহিয়াছে। দুঃসহ বেদনা হইতে উদ্ভূত তাহাদের হৃদয়-নিংড়ানো দীর্ঘশ্বাস ইহুদীদের অভিশপ্ত করিয়াছে। দাউদের অভিশাপে তাহারা নবুখৎ নিৎসর (বখতেনসর)-এর কব্জায় পড়িয়া হাজারে হাজারে প্রাণ হারায়, জেরুযালেম বিধ্বস্ত হয়, অসংখ্য ইহুদী বন্দী হইয়া ব্যাবিলনে নীত হয়। এই ঘটনা ঘটে খৃঃপূঃ ৫৫৬ সনে। ঈসা (আঃ)-এর অভিশাপে তাহারা টাইটাসের কবলে পড়ে, ভীষণভাবে নির্যাতিত হয়, জেরুযালেম টাইটাসের করতলগত হয় এবং নগরীটি ছারখার হয় প্রায় ৭০ খৃষ্টাব্দে। তাহাদের মহা-উপাসনালয়ে ইহুদী কর্তৃক ঘৃণিত শূকর যবহ করা হয়।