এখানে ইহুদীদিগকে দুইটি অপকর্ম করা হইতে বারণ করা হইতেছে (১) ধর্মগ্রন্থের উদ্ধৃতিসমূহের উপর ভুল ব্যাখ্যা লাগাইয়া সত্য-মিথ্যার মিশ্রণ ঘটানো, (২) সত্যকে চাপা দেওয়া বা লুকাইয়া রাখা অর্থাৎ তাহাদের ধর্মগ্রন্থে আঁ হযরত (সাঃ) এর আগমনের যেসব ভবিষ্যদ্বাণী রহিয়াছে, সেগুলিকে প্রকাশ না করা, তাহার (সাঃ) আগমনের চিহ্নাবলীকে জন-সমক্ষ হইতে গোপন রাখা।