৭৭৪

সূরা বাকারার ১১৪ আয়াতে, ইহুদী ও খৃষ্টানেরা পরস্পরকে ভিত্তিহীন বলিয়া বর্ণনা করাতে, তাহাদিগকে ভর্ৎসনা করা হইয়াছে। এখানে এই আয়াতে কুরআন স্বয়ং তাহাদিগকে ভিত্তিহীন’ বলিয়া বর্ণনা করিতেছে। তবে, এই দুই বর্ণনার মধ্যে একটি সুস্পষ্ট ব্যবধান রহিয়াছে। তাহাদের পরস্পর পরস্পরকে ভিত্তিহীন’ বলাটা ছিল শর্তহীন সাদা গালি। কিন্তু কুরআন এই কথার শর্ত লাগাইয়াছে যে, তোমরা যদি তওরাত, ইনজীল ইত্যাদি না-ই মান, তাহা হইলে তোমরা ভিত্তিহীন।