৭৭২

এই বাক্যটি এই কথা নির্দেশ করে না যে, নবী করীম (সাঃ) আল্লাহ্‌তা’লার বাণী প্রচার করিতে কখনও কোন কুণ্ঠা বা আলস্য দেখাইয়াছেন। তিনি তো এই কাজেই দিন-রাত মশগুল থাকিতেন। অতএব, বাক্যটি একটি সাধারণ নীতি মাত্র বর্ণনা করিতেছে যে, যে ব্যক্তি একটি বিশেষ বাণীবাহক রূপে প্রেরিত হয়, সে যদি বাণীটির সাকল্য না পৌঁছায় এবং কোন অংশ পৌঁছাইতে ভুলিয়া যায়, তাহা হইলে সে প্রকৃত বাণী-বাহকই হইতে পারে না।