৭৭০

“নেয়ামতের জান্নাত সমূহ” বলিতে, নিরবচ্ছিন্ন শান্তির আবাস এবং পূর্ণ আধ্যাত্মিক আনন্দাবস্থা বুঝায়। ‘বেহেশ্ত’, ‘বাগান’-এর গুণাবলী প্রকাশ করিতে কুরআন চারটি গুণবাচক নাম ব্যবহার করিয়াছেঃ (১) আশিস পূর্ণ বাগান সমূহ, যেমন আলোচ্য আয়াতে, (২) ‘চিরস্থায়ী বাস উপযোগী জান্নাত সমূহ’ (৩২ঃ২০), (৩) চিরস্থায়ী বাগান সমূহে (৯ঃ৭২) এবং (৪) জান্নাতুল ফিরদাউস (ঐশী-বাগান সমূহ) (১৮ঃ১০৮)। এইসব গুণ-প্রকাশক নাম বিভিন্ন গুণাবলীর প্রতীক এবং বেহেশতের ভিন্ন ভিন্ন স্তর প্রকাশকও বটে।