পূর্ববর্তী ৫২ আয়াতে মুসলমান বিরোধী অবিশ্বাসীদের যুদ্ধংদেহী মনোভাব ও শত্রুতার কারণে তাহাদিগকে বন্ধুরূপে গ্রহণ করিতে বারণ করা হইয়াছে। এই আলোচ্য আয়াতে বারণ করার আরও কারণ দেখানো হইয়াছে। এর অর্থ ইহা নয় যে, অবিশ্বাসীদের সাথে মুসলমানেরা সদাচার-সুলভ লেন-দেন করিবে না বা তাহাদের উপকার করিবে না বা তাহাদের প্রতি দয়া-দাক্ষিণ্য প্রদর্শন করিবে না। তবে, তাহাদের সহিত অন্তরঙ্গ বন্ধুত্ব পাতাইয়া নিজের ধর্মের গ্লানি ও অপমান ঘটাইবে না।