৭৫৯

‘ফাৎহু’—বিজয়। এই আয়াতে যে বিজয়ের কথা বলা হইয়াছে তাহা মক্কা-বিজয়ের কথাও হইতে পারে অথবা অন্যান্য সাধারণ বিজয়ের কথাও হইতে পারে। বিজয়ের পরে, ঘটনার উল্লেখ বিশেষ তাৎপর্যপূর্ণ। বিজয় নিজেই এক উল্লেখযোগ্য ঘটনা। তারপর অন্য ঘটনার উল্লেখ ন্বারা বুঝা যায় বিজয়ের পরে, বিজয় হইতেও বড় কোন ঘটনার কথা বলা হইয়াছে। সেই ঘটনাও সত্যই ঘটিয়াছিল। মক্কা বিজয়ের পরে, সারা আরবদেশের সকল প্রকারের বিভক্ত অধিবাসীরা ইসলাম গ্রহণ পূর্বক অভাবিত ভাবে এক ঝাণ্ডার তলে সমবেত হইল এবং ইসলামই হইয়া গেল সমগ্র আরব উপদ্বীপের একমাত্র ধর্ম।