ইসলামের বিরোধিতার ক্ষেত্রে, ইহুদী ও খৃষ্টানেরা নিজেদের মধ্যকার মতভেদ ভুলিয়া যায় এবং একজোট হইয়া ইসলামের শত্রুতা করে। নবী করীম (সাঃ) বড় খাঁটি কথা বলিয়াছেন, “সকল কাফেরই এক সম্প্রদায়ভুক্ত” অর্থাৎ সকল প্রকারের অবিশ্বাসীরাই, পরস্পরের র্দ প্রতি বৈরিতা পোষণ করা সত্ত্বেও, মুসলমানদের বিরুদ্ধে এক হইয়া যায়।