৭৫৩

‘শির্‌য়াহ্‘ বলিতে আল্লাহ্তা‘লার বিধানের নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি ধর্মকর্মসম্পর্কিত অধ্যাদেশগুলিকে বুঝাইয়াছে, বিশ্বাস ও আচরণের প্রকাশ্য ও সত্য পথ (লেইন)। ‘মিনহাজ’ মানে প্রকাশ্য, সহজবোধ্য পথ ও পন্থা (লেইন)। আল্ মুবাররাদ বলেন, প্রথমোক্ত শব্দটি রাস্তাটির প্রারম্ভ বুঝায় এবং পরবর্তী শব্দটি চলন-অধূসিত রাস্তাটিকে বুঝায় (কাদীর)। অতএব, ‘শির্‌য়াহ্’ ঐসব আইনকে বুঝায় যেগুলি আধ্যাত্মিক বিষয়াবলী সম্পর্কিত এবং ‘মিন্‌হাজ’ জাগতিক বিষয়াবলী সম্পর্কিত। ‘শির্‌য়াহ্‌’র আরেক অর্থ হইল পানিতে উপস্থিত হওয়ার পথ। ইহাতে বুঝা যায় মানবকে আল্লাহ্‌তা‘লা এমন সব উপায়-উপকরণ দ্বারা ভূষিত করিয়াছেন যাহাতে সে আধ্যাত্মিক পানির প্রস্রবনে পৌঁছতে পারে ও ঐশী-বাণী লাভ করিতে পারে।