৭৫২

‘মুহায়মিন’ মানে সাক্ষী, শান্তি ও নিরাপত্তা দানকারী, মানুষের কার্যাবলীর নিয়ামক ও পর্যবেক্ষক, অভিভাবক ও রক্ষাকারী (লিসান)। এখানে কুরআনকে পূর্ববতী ধর্মগ্রন্থগুলির রক্ষক ও অভিভাবক আখ্যা দেওয়া হইয়াছে। এই অর্থে ইহা রক্ষক ও অভিভাবক যে, কুরআন পূর্ববর্তী গ্রন্থসমূহের অমর ও চিরস্থায়ী শিক্ষা সমূহ ও মূল্যবোধগুলিকে নিজের মধ্যে সংরক্ষণ ও আত্মস্থ করিয়াছে এবং যে শিক্ষা ও মূল্যবোধ সমূহ সাময়িক প্রয়োজনের তাকিদে ঐ গ্রন্থগুলিতে সংযোজিত হইয়াছিল এখন মানবজাতির প্রয়োজন উপযোগী নহে সেগুলিকে কুরআন নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে নাই। কুরআনের অভিভাবকত্ব এই অর্থেও স্বীকার্য যে, কুরআন আল্লাহ্‌র হেফাযতের প্রতিশ্রুতি দ্বারা সম্পূর্ণ হস্তক্ষেপ-মুক্ত রহিয়াছে। অন্যান্য ধর্মগ্রন্থসমূহ ঐশী হেফাযতের এই মহা আশীর্বাদ হইতে বঞ্চিত।