যাত্রাপুস্তক- ২১ঃ২৩-২৫ এবং লেবীয় পুস্তক ২৪ঃ১৯-২১ দেখুন। ‘যে ব্যক্তি দাবী প্রত্যাহার করে’ বাক্যাংশটি ক্ষমার মাহাত্ম্য কীর্তন করে এবং সঙ্গে সঙ্গে ইনজীলের ক্ষমা করা একচেটিয়া শিক্ষা বলিয়া খৃষ্টানদের গর্ব তাহাও খর্ব করে। মূসা (আঃ)-এর শিক্ষাতেও ক্ষমার স্থান ছিল। তবে মূসা (আঃ)-এর শিক্ষাতে প্রতিশোধ গ্রহণের উপর জোর দেওয়া হইয়াছিল, আর ঈসা (আঃ)-এর শিক্ষাতে ক্ষমা ও প্রতিরোধহীনতার উপর জোর দেওয়া হইয়াছিল।