৭৫

হযরত ইস্‌হাকের পুত্র হযরত ইয়াকুবের অপর নাম ইসরাঈল। আল্লাহ্‌তা’লা হযরত ইয়াকুবকে জীবনের শেষার্ধে ইসরাঈল নামে ভূষিত করিয়াছিলেন (আদিপুস্তক- ৩২ঃ২৮)। মূল হিব্রুতে ইহা একটি যুগ্ম শব্দ, ‘ইয়াসারা’ ও ‘অ্যাঈল’ এই দুই শব্দের মিলনে গঠিত। অর্থ হইল (১) আল্লাহ্‌র যুবরাজ, যোদ্ধা বা সৈনিক (কনকরডেন্স, লেখক-ক্রুডেন হিব্রু ইংলিশ লেক্সিকন, লেখক-ডব্লিউ জেসেনিয়াস)। ইসরাঈল শব্দটি তিনটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হইয়াছেঃ (১) ব্যক্তি ইয়াকুব (আদি পুস্তক- ৩২ঃ২৮) (২) হযরত ইয়াকুবের বংশধর (দ্বিতীয় বিবরণ-৬ঃ ৩,৪), (৩) যে কোন ধার্মিক ও খোদাভীরু ব্যক্তি বা গোষ্ঠী (হিব্রু-ইংলিশ লেক্সিকন)।