এইরূপ ভাষার ব্যবহার দ্বারা, এই কথা মনে করা ঠিক হইবে না যে, মহাবিশ্বের ঐশী-শাসন-প্রশাসনে কোন নিয়ম-নীতি বা রীতি পদ্ধতি নাই,বরং আল্লাহ্ যখন যেমন খুশী, তেমনই করিয়া থাকেন। তাহা নহে। এইরূপ প্রকাশ ভঙ্গি দ্বারা এতটুকুই বুঝায় যে, আল্লাহ্তা’লা বিশ্ব জগতের চরমতম ও পরমতম কর্তৃত্বের অধিকারী হওয়ার কারণ, তাঁহার বাকাই সর্বোচ্চ আইন। তাঁহার হুকুমের উপরে না আছে কোনও প্রতিকারের ব্যবস্থা, না আছে কোন আপীলের সুযোগ।