‘উসিলা’র অর্থ কোন কিছুতে পৌঁছাইবার উপায়, বাদশাহের কাছে মর্যাদাসম্পন্ন পদ, উপাধি, একাত্মতা, নৈকট্য, সংযোগ বা বন্ধন (লেইন)। শব্দটির অর্থ “আল্লাহ্ ও মানবের মধ্যে মধ্যস্থতাকারী” নহে। কারণ, আরবী ভাষা, ব্যবহারিক দিক হইতে এই অর্থ মোটেই সমর্থন করে না। তাহা ছাড়া, “মধ্যস্থতাকারী আল্লাহ্ ও মানবের মধ্যে” এই ধারণাটাই কুরআনের শিক্ষার বিপরীত। ইহা রসূলুল্লাহ (সাঃ)-এর হাদীসেরও পরিপন্থী। আযান দেওয়ার পর সাধারণতঃ যে দোয়া পাঠ করা হয়, তাহাতে আছে “হে আল্লাহ্, মুহাম্মদ (সাঃ)-কে উসিলা দান কর”। ইহার অর্থ, আল্লাহ্তা’লা যেন নবী করীম (সাঃ)-কে অধিক হইতে অধিকতর নৈকট্য ক্রমাগত ভাবে দান করিতে থাকেন। ইহার অর্থ কখনও এইরূপ হইতে পারে না যে, আল্লাহ্ যেন তাঁহার ও মুহাম্মদ (সাঃ)-এর মধ্যে একজন মধ্যস্থতাকারী দান করেন।