৭৪

ইসলাম দোযখের চিরস্থায়িত্বে বিশ্বাস করে না, বরং শাস্তি দ্বারা সংশোধিত করার স্থান মনে করে, যেখানে পাপীরা পাপের পরিমাণ ও গভীরতা অনুযায়ী এক দীর্ঘ সময় পর্যন্ত আধ্যাত্মিক পরিচর্যা বা চিকিৎসার অধীনে থাকিয়া পাপ-মুক্ত হয়। দেখুন ১৩৫১ টীকা।