৭৩৭

‘উরিদু’ (আমি চাই) ‘রা-দা’ হইতে উৎপন্ন। এই শব্দটি অনেক সময় প্রকৃত ইচ্ছা প্রকাশ না বুঝাইয়া, বাস্তব অবস্থার প্রেক্ষিতে ঘটনীয় বিষয়ের অবতারণাকে বুঝাইয়া থাকে (১৮ঃ৭৮)। এই আয়াতের অর্থ ইহা নয় যে, হাবীল ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন যে তাহার ভাই কাবীল দোজখে নিক্ষিপ্ত হউক। হাবীল অবস্থানুযায়ী যাহা বুঝিয়াছিলেন, তাহা এই যে, তাহার শান্তিময় মনোভঙ্গী ও প্রতিশোধ-পরান্মুখতার স্বাভাবিক পরিণতি ইহাই হইবে যে, তাহার ভাই হিংস্রতার জন্য দোযখে যাইবে।