৭৩৬

‘দুই বনী-আদম’ (দুই জন আদম-পুত্র) বলিতে রূপকভাবে যে কোনও দুইজন মানুষকে বুঝাইতে পারে। এই ছোট গল্পটি বনী ইসমাঈলের প্রতি, বনী ইস্রাঈলের শত্রুভাবাপন্ন, ঈর্ষাপূর্ণ মনোভঙ্গীর উদাহরণ রূপে ব্যবহৃত হইয়াছে। তাহার কারণ হইল, নবুওয়াত তাহাদের বংশ হইতে সরিয়া গিয়া, বনী ইসমাঈলের বংশে হযরত নবী করীম (সাঃ)-এর ব্যক্তি সত্তায় স্থান লাভ করিয়াছে।