৭২৭

ইহা আবশ্যক নহে যে, এই আয়াতটি কোনও বিশেষ ঘটনার সহিত সম্বন্ধ যুক্ত। শত্রুর অত্যাচার মূলক আক্রমণাদি ও ষড়যন্ত্রসমূহ হইতে মুসলমানগণকে স্বাভাবিক ভাবে ও সাধারণভাবে আল্লাহ্‌তা’লা যে নিরাপত্তা দান করিয়াছেন, এখানে উহাকে তাঁহার অনুগ্রহ বলিয়া বর্ণনা করা হইয়াছে। এখানে একটি জাতি বলিতে, প্রাথমিক ভাবে মক্কার কাফেরগণকে বুঝাইয়াছে, যাহারা ইসলাম ও মুসলমানদিগকে নিশ্চিহ্ন করার কোনও চেষ্টা বাকী রাখে নাই।