পূর্ববর্তী আয়াতে নিষিদ্ধ খাদ্যবস্তুগুলি সম্বন্ধে জ্ঞাত করার পর, এই আয়াতে ও পরবর্তী আয়াতে বলা হইয়াছে, ঐসব নিষিদ্ধ খাদ্যবস্তুগুলি ব্যতীত অন্য সব খাদ্য বস্তুই হালাল (বৈধ)-এই শর্তে যে, এই গুলি বৈধ, পবিত্র ও ভাল হইতে হইবে, সদুপায়ে উপার্জিত হইতে হইবে, স্বাস্থ্যের ও নৈতিকতার বিরোধী হইবে না। প্রত্যেক ব্যক্তি নিজের জন্য হিতকর ও স্বাস্থ্যপ্রদ, বৈধ ও রুচিকর খাদ্য গ্রহণ করিতে পারিবে। মহানবী (সাঃ) শিকারী ও মাংসাশী জন্তুর মাংস ও শিকারী-মাংসাশী পাখীর গোস্ত খাওয়া নিষিদ্ধ করিয়াছেন। এইগুলির মাংস ভক্ষণ সুনির্দিষ্টভাবে বৈধতার বাহিরে।