৭২১

ইকমাল’ ও ‘ইৎমাম’ শব্দটি ক্রিয়া-বিশেষ্য, প্রথমটি গুণের দিক হইতে পূর্ণতা প্রকাশ করে এবং দ্বিতীয়টি সংখ্যার দিক হইতে পূর্ণতা প্রকাশ করে। প্রথম শব্দটি দ্বারা বুঝানো হইয়াছে যে, ধর্মীয় নীতিমালা ও আইন-কানুন যাহা মানুষের দৈহিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়োজনীয় তাহা পরিপূর্ণভাবে কুরআনে বিরত করা হইয়াছে।দ্বিতীয় শব্দটি দ্বারা বুঝানো হইয়াছে যে, মানুষের উন্নতির জন্য যাহা যাহা প্রয়োজন তাহার কিছুই বাদ দেওয়া হয় নাই। প্রথমটি দ্বারা মানুষের দৈহিক ও বাহ্যিক বিকাশের জন্য প্রয়োজনীয় সকল আদেশ-নিষেধকে বুঝাইয়াছে, দ্বিতীয় শব্দটি মানুষের আভ্যন্তরীণ পরিবর্তন ও আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজনীয় সকল আদেশ-নিষেধকে বুঝাইয়াছে। আল্লাহ্‌র ধর্ম ও তাঁহার অনুগ্রহরাজির পূর্ণতা দান করার কথাগুলি, খাদ্য-সম্বন্ধীয় আইন-কানুন বর্ণনা করার পরে পরেই বিবৃত হইয়াছে। ইহা এই জন্য করা হইয়াছে যাহাতে মানুষ বুঝিতে পারে যে, হালাল, ভাল ও পরিমিত খাদ্য মানুষের নৈতিক ভিত্তির প্রথম ধাপ, যাহার উপর নির্ভর করিয়া আধ্যাত্মিক সোপানগুলি উঠিয়াছে। এখানে প্রসঙ্গক্রমে বলা যাইতেছে যে, এই আয়াতটিই আল্ কুরআনে অবতীর্ণ সর্বশেষ আয়াত। ইহা নাযেল হওয়ার ৮২ দিন পরেই হযরত নবী করীম (সাঃ) ওফাৎ প্রাপ্ত হন।