৭১৬

‘বাহীমাতুল আন’আম’ অর্থ গবাদি চতুষ্পদ জন্তু এই বাক্যটি দ্বারা সকল চতুষ্পদ জন্তু বুঝায় না, কেননা চতুষ্পদ জন্তু, গবাদি পশু শব্দ হইতে অনেক বেশী বিস্তৃত। ইহার সঠিক অর্থ গবাদি শ্রেণীর বা তদনুরূপ চতুষ্পদ প্রাণী। এই শব্দযুগল গঠনের দ্বারা বুঝানো হইয়াছে যে, যেখানে সকল রকমের চতুষ্পদ প্রাণী খাদ্যোপযোগী (হালাল) নয়, সেখানে গবাদি শ্রেণীর বা তদুনুরূপ তৃণভোজী রোমন্থনকারী চতুষ্পদ প্রাণী সবই সাধারণভাবে খাদ্যোপযোগী (হালাল)। অতএব, এই প্রকাশ-ভঙ্গী দ্বারা, গৃহপালিত গবাদি চতুষ্পদ জন্তু ছাড়াও, তদনুরূপ বন্য চতুষ্পদ জন্তু যেমন-ছাগল, গরু, মহিষ হরিণ ইত্যাদিও হালাল ঘোষণা করা হইল৷