‘রূহ’ অর্থ আত্মা যে শ্বাস মানুষের শরীরকে জীবন্ত রাখে এবং যাহা বাহির হইয়া গেলে মৃত্যু ঘটে,ঐশীবাণী বা প্রেরণা, কুরআন, ফিরিশ্তা, সুখ ও আনন্দ, করুণা (লেইন)। ‘রূহ’ ও ‘কলিমা’ শব্দদ্বয়ের বিভিন্ন অর্থ হইতে ইহা পরিষ্কার হইয়া যায় যে, ঈসা (আঃ) আধ্যাত্মিক মর্যাদার দিক হইতে অন্য নবীদের তুলনায় কোনও বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদার অধিকারী নহেন। এই ধরণের প্রকাশ-ভঙ্গি অন্যান্য নবীগণ ও পুণ্যাত্মাগণের (যথা মরিয়মের)জন্যও ব্যবহৃত হইয়াছে (১৫ঃ৩০, ৩২ঃ১০, ৫৮ঃ২৩)। এই সব শব্দগুলি ঈসা (আঃ) ও মরিয়মের স্বপক্ষে, ইহুদীদের ঘৃণা অপবাদগুলি খণ্ডনের জন্য ব্যবহৃত হইয়াছে, আধ্যাত্মিক মার্গের বিশেষ কোন বৈশিষ্ট্যপূর্ণ স্থান দানের উদ্দেশ্যে নয়।