কুরআন কোনও ব্যক্তির জীবিতাবস্থায় আকাশে যাওয়া ও সেখানে থাকার কথা মোটেই সমর্থন করে না। এই আয়াত স্পষ্টভাবে বলিয়া দিতেছে যে, এই পৃথিবীই মানুষের জীবনব্যাপী থাকিবার একমাত্র নির্দিষ্ট স্থান। অতএব, ঈসা (আঃ) অথবা অন্য কাহারও আকাশে যাওয়া ও সেখানে জীবিত থাকার ধারণাকে এই আয়াত প্রত্যাখ্যান করে।