৭০৮

“শুভসংবাদ বহনকারী” ও “সতর্ককারী” শব্দ দুইটি, নবীগণের দুইটি অপরিহার্য কর্তব্য ব্যক্ত করিতেছে। তাহাদের অনুসারীদিগকে আল্লাহ্‌র নির্দেশে তাহারা এই সুসংবাদ দান করেন যে,তাহারা ইহজগতেও উন্নতি লাভ করিবে এবং পরকালেও চিরস্থায়ী সুখ-শান্তিতে থাকিবে। যাহারা নবীগণকে প্রত্যাখ্যান করে, নবীগণ তাহাদিগকে সতর্ক করিয়া দেন যে, প্রত্যাখ্যানকারীরা এমন দুঃখ-যন্ত্রণা ও আপদ-বিপদের সম্মুখীন হইতে যাইতেছে, যাহা হইতে তাহারা কোনমতেই রেহাই পাইবে না।