৭০৩

ইহুদীগণকে নিষেধ করা হইয়াছিল, তাহারা যেন টাকা লগ্নি করিয়া অন্য ইহুদীর কাছ হইতে সুদ গ্রহণ না করে। তবে অ-ইহুদীর কাছ হইতে সুদ গ্রহণ করার অনুমতি ছিল (যাত্রা-২২ঃ২৫, লেবীয়-২৫ঃ৩৬-৩৭; দ্বিতীয় ২৩ঃ ১৯-২০)। কিন্তু তাহারা এই নীতি (আইন) ভঙ্গ করিয়া ইহুদীদের কাছ হইতেও সূদ গ্রহণ করিতে লাগিল (নহুম-৫ঃ৭)। পরে তাহারা নেহেমিয়াকে প্রতিশ্রুতি দিল যে, তাহারা এই পাপাচার পরিত্যাগ করিবে (নহম-৫ঃ১২) কিন্তু আবার তাহারা প্রতিজ্ঞা ভঙ্গ করিল। তাই যিহিষ্কেলের ভবিষ্যদ্বাণী (যিহিষ্কেল-১৮ঃ১৩) অনুযায়ী, ইহুদীরা জাতিসত্তা হিসাবে মৃত্যু বরণ করিল এবং বিশ্বের বিভিন্ন স্থানে শত্রুদের হাতে লাঞ্ছিত ও অত্যাচারিত হইবার জন্য বিচ্ছিন্ন অবস্থায় ছড়াইয়া পড়িল।