এমন লোক আছে, যাহারা আল্লাহ্র প্রতি বিশ্বাস রাখে কিন্তু তাঁহার রসূলগণকে মানে না অথবা রসূলগণের মধ্যে কাহাকেও মানে কাহাকেও মানে না, অথবা একই রসূলের কোন দাবীকে মানে, কোন দাবীকে মানে না। তাহারা বিশ্বাসের ক্ষেত্রে মধ্য-পথে থাকতে চায়। তাহারা বিশ্বাসী নহে। প্রকৃত বিশ্বাস সম্পূর্ণ আত্মসমর্পণ চায়, আল্লাহ্ ও তাঁহার রসূলগণের দাবীগুলির প্রতি সম্পূর্ণতম আস্থা স্থাপনের নাম ঈমান বা বিশ্বাস।