কুরআন মোনাফেকদিগকে অতি ঘৃণার সহিত নিন্দা করিয়াছে। ফলে কাহারও এই যুক্তি দেখাইবার উপায় নাই যে, কুরআন তলোয়ারের জোরে ধর্ম-প্রচার করিতে মুসলমানকে উৎসাহিত করে। কেননা, তলোয়ারের জোরে কোন ব্যক্তিকে মুসলমান করিলে, সে মুসলমান না হইয়া বরং মোনাফেকই হইবে।
কুরআন মোনাফেকদিগকে অতি ঘৃণার সহিত নিন্দা করিয়াছে। ফলে কাহারও এই যুক্তি দেখাইবার উপায় নাই যে, কুরআন তলোয়ারের জোরে ধর্ম-প্রচার করিতে মুসলমানকে উৎসাহিত করে। কেননা, তলোয়ারের জোরে কোন ব্যক্তিকে মুসলমান করিলে, সে মুসলমান না হইয়া বরং মোনাফেকই হইবে।