৬৭৮

“তাহাদের উপর কোন অপরাধ বর্তাইবে না যদি তাহারা আপোষে সন্তোষজনক মীমাংসা করিয়া লয়” বাক্যাংশটি কুরআনের একটি বৈশিষ্ট্য-মণ্ডিত প্রকাশভঙ্গী, যাহাতে সদুপদেশও আছে এবং ভৎসনাও আছে। বাক্যটির তাৎপর্য হইল এইরূপঃ বিবদমান পক্ষগুলি কি মনে করে যে, তাহারা পরস্পরের সহিত মিলিয়া গেলে এবং বিবাদ মিটাইয়া ফেলিলে তাহাদের পাপ হইবে? এরূপ করা পাপতো নয়ই বরং প্রশংসনীয় বিষয়।