৬৫৬

যে সকল মো’মেন প্রকৃতই সামর্থ্যহীন, যাহারা প্রতিকূল ও পরিপন্থী অবস্থান হইতে সরিবার যোগ্যতা না থাকার কারণে সেখানেই থাকিতে বাধ্য হয়, তাহাদের কথা স্বতন্ত্র। তাহাদিগকে পূর্ববর্তী আয়াতে বর্ণিত শ্রেণী হইতে বাদ দেওয়া হইয়াছে।