যখন কোন জাতি শান্তির প্রতি মুসলমানকে আহ্বান করে অথবা মুসলমানের প্রতি শান্তির মনোভাব প্রদর্শন করে, তখন মুসলমানের উচিত তাহাতে সাড়া দেওয়া এবং তাহাদের সহিত শত্রুতা পরিহার করা। তদুপরি, মদীনার মুসলমানগণ যেহেতু চারিদিকে শত্রু ও অবিশ্বাসীদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন, সে জন্য তাহাদিগকে উপদেশ দেওয়া হইয়াছে যে, যদি কোন ব্যক্তি ইসলামী কায়দায় তাহাদিগকে সালাম করে, তাহা হইলে সালামকারী ব্যক্তিকে যেন মুসলমানই মনে করা হয়, যে পর্যন্ত অনুসন্ধান করিয়া অন্যরূপ প্রমাণিত না হয়।