৬৪৭

এখানে মনে হয় দুইটি উপজাতি-আসাদ ও গাৎফানদের কথা বলা হইয়াছে, যাহাদের সহিত মুসলমানদের কোন মৈত্রীচুক্তি ছিল না। তাহারা ছিল দ্বিমুখী নীতি দ্বারা পরিচালিত, সুযোগ-সন্ধানী। যখন তাহাদের লোকেরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য তাহাদিগকে আহ্বান জানাইল, তখন সাথে সাথে তাহারা সেই আহ্বানে সাড়া দিল। এই আয়াতগুলির উপদেশাবলী, যুদ্ধচলাকালীন সময়ে কিংবা মুসলিম জাতির বিপদাশঙ্কার সময়ে কার্যকরী।