৬৪৬

’কতল’ শব্দটি সকল প্রকার সামাজিক সম্পর্ক ছিন্ন করা অর্থেও ব্যবহৃত হয় (২ঃ৬২)। অতএব, ‘উকতুলূহুম’ অর্থ ইহাও হইতে পারে, “তাহাদের সহিত সকল সম্পর্ক পরিহার কর”। পরবর্তী বাক্য- “তাহাদের মধ্য হইতে কাহাকেও বন্ধুরূপে গ্রহণ করিও না”- এই অর্থ সমর্থন করে।