৬০৬

মানুষের এমন কোন কাজ নাই যাহার প্রতিফল দেওয়া হইবে না। যেখানে কুরআন এই কথা বলে যে, অবিশ্বাসীদের কাজকর্ম সব বিফল হইবে, সেখানে এই অর্থেই কথাটি বলা হইয়াছে যে, অবিশ্বাসীরা ইসলামের বিরুদ্ধে যতকিছুই করুক না কেন, তাহারা কৃতকার্য হইবে না। তাহাদের অসদুদ্দেশ্য কখনও সফল হইবে না।